শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

উলিপুরে অম্বিকা ফাউন্ডেশন কর্তৃক অম্বিকাচরণ রায় শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে স্বর্গীয় অম্বিকাচরণ রায়ের স্মৃতি রক্ষার্থে (পঞ্চম বার) গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উলিপুর গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত অম্বিকাচরণ রায়ের তৃৃতীয় পুত্র প্রফেসর নিখিল চন্দ্র রায় (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, চৌদ্দগ্রাম সরকারি কলেজ, কুমিল্লা) এবং পৌত্র রবীন্দ্রনাথ রায় (ব্যবস্থাপক, এনসিসি ব্যাংক, রংপুর)-এর আর্থিক সহযোগিতায় ‘অম্বিকা ফাউন্ডেশন’ কর্তৃক উপজেলার সাত জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ সময় অম্বিকাচরণ রায়ের প্রথম পুত্র প্রয়াত সুভাষ চন্দ্র রায় -এর সহধর্মিণী গীতা রায়, দ্বিতীয় পুত্র গোকুল চন্দ্র রায়, পৌত্র দেবব্রত রায় (অধ্যক্ষ, উলিপুর মহিলা ডিগ্রী কলেজ), পৌত্র উৎপল রায় (প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ) উপস্থিত ছিলেন।
উল্লেখ প্রয়াত সুভাষ চন্দ্র রায় (প্রাক্তন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, উলিপুর সরকারি কলেজ) ছিলেন অম্বিকাচরণ রায়ের জ্যেষ্ঠ পুত্র। স্বর্গীয় অম্বিকাচরণ রায় উলিপুর উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০ বছরেরও অধিক সময় শিক্ষকতা করেছেন এবং তিনি ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন।
প্রফেসর নিখিল চন্দ্র রায় জানান, বাবার পুণ্য স্মৃতি রক্ষার্থে ২০২০ খ্রি: থেকে এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।