শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

উলিপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের পুত্র। অপর মাদক ব্যবসায়ী মোঃ শাহরিয়ার রাজিব সাজু মন্ডলপাড়া নামাটারী গ্রামের মৃত মাহা আলমের পুত্র।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইকপাড়া এলাকার শাহিনুর রহমানের বাড়ীতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মোঃ শাহিনুর রহমান ও মোঃ শাহরিয়ার রাজিব সাজুকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শাহিনুর রহমানের বিরুদ্ধে ৯ টি মাদক মামলা, ১ টি হত্যা মামলা, ১ টি চুরি মামলাসহ মোট ১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার(১০ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।