বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

উলিপুরে নবনির্বাচিত চেয়ারম্যান কে সম্মাননা স্মারক প্রদান

নয়ন দাস ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫২৭ খবরটি দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান কে বরণ অনুষ্ঠানে। সম্মাননা স্মারক প্রদান করেন ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বুধবার ৯ ফেব্রুয়ারি দুপুরে উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে। নবনির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বাবলু মিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বভার বুঝে নেন তাকে বরণ অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করেন।
বেগমগঞ্জ ইউনিয়ন শাখা জাতীয় পার্টির পক্ষে সাধারণ সম্পাদক রুহুল আমিন রুকু তার সাথে ছিলেন ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি মেম্বার ও জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি জালাল মন্ডল সিনিয়র নেতা ছকমাল হোসেন সহ বেশ কিছু নেতাকর্মী তাছাড়াও উপস্থিত সকল নব নির্বাচিত মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের  সচিব আনিচুর রহমান বেগমগঞ্জ ইউনিয়নের ট্যাগ অফিসার কৃষি উপ সহকারী কর্মকর্তা সাজেদুল করিম পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবু সাঈদ শাওন প্রমুখ।  নবাগত চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া সকল নবনির্বাচিত মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করতে ও উন্নয়নে  এগিয়ে  নিতে সকলের  সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।