শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

উলিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

কুড়িগ্রামনিউজ২৪.কম / ২২৪ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকাল সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শোভন রাংসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক এম এ মতিন সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, আওয়ামী লীগের প্রবীণ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, আব্দুল মজিদ হাড়ি সহ প্রমুখ।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।