শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ পাসের হার ৯৫.২৬ শতাংশ

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৬৬৭ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৫.২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন।

গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী।এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, এর আগে জিপিএ–৫ পেয়েছেন সর্বোচ্চ ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।