বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

কুড়িগ্রামে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ২৫৩ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩

কুড়িগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন‌ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। সমাজ বিনির্মানে তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত আলো ছড়েয়ে যান। নির্দিষ্ট গন্ডি থেকে অবসর নিলেও সমাজের আদর্শ মানুষের ভূমিকায় থেকে যান। তাই চাকুরী থেকে অবসর নিলেও বাস্তবিক অর্থে সমাজ থেকে শিক্ষকের কোন অবসর নেই। ‘
কুড়িগ্রাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতি আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সনাকের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ হারুন অর রশীদ, শিক্ষক কল্যাণ সমিতির সম্পাদক জুলফিকার আলী, বিদায়ী শিক্ষক আলহাজ্ব জাকির হোসেন খান  প্রমুখ।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।