বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ইজিবাইকের সিটের নিচে ফিটিং করা ৭৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-২

Reporter Name / ১৮২ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো, উপজেলার খাটিয়ামারি এলাকার মাদক ব্যবসায়ী মোঃ গোলজার হোসেন (২৩) ও একই উপজেলার নওদাপাড়ার মোঃ মাসুদ রানা (২১)। রবিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার (৬ মে) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ফুলবাড়ী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় রাস্তা দিয়ে ব্যাটারী চালিত ইজিবাইকের সিটের নিচে বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ৭৬ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী মোঃ গোলজার হোসেন ও মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ওই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।