শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ডিগ্রী সেলসিয়াস

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫১১ Time View
Update : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। যা বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র জানায় গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরীয় হিমেল হাওয়ার মাত্রা বাড়তে থাকে, যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। এর ফলে কনকনে ঠান্ডার মাত্রা বেড়ে যায়। তবে আকাশে মেঘ না থাকায় বেলা বাড়ার সাথে সুর্য্যরে তাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে।

মাঘের এ কনকনে ঠান্ডায় খেটে খাওয়া নিম্ন মধ্য বিত্ত মানুষেরা বিপাকে পড়েছে। বিশেষ করে বোরো মৌসুমে চারা রোপনের কাজ করা শ্রমজীবিরা এবং রিক্সা ও ভ্যান চালকরা সময় মত কাজে বের হতে পারছে না।

কুড়িগ্রাম পৌর শহরের রিকশা চালক ফিরোজ আলম বলেন, গতকাল থেকে প্রচুর ঠান্ডা রিকশা চালাতে সমস্যা হচ্ছে। আজও সেই ঠান্ডা হাত পা বরফ হয়ে যাচ্ছে। সকালে রোদ উঠলেও ঠান্ডা কমছে না।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন, আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার তথ্য অনুযায়ী কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।