বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

চিলমারীতে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৬৭০ Time View
Update : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

সারাদেশে আজ ষষ্ঠ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কুড়িগ্রামের চিলমারীতে ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। রোববার দিনভর ভোট কেন্দ্র গুলোতে পুলিশ পাহারায় ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)সহ যাবতীয় নির্বাচনী উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও রোববার থেকে ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছে। এছাড়াও ঝুকিপূর্ণ কেন্দ্র সমুহে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় উৎসব আমেজের পাশাপাশি চাপা আতংক বিরাজ করছে।
দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারগণ জানান,ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের লক্ষে ৫টি ইউনিয়নের ৫১টি ভোট কেন্দ্রের জন্য ৫১জন প্রিজাইডিং অফিসার,২৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৮৮জন পোলিং অফিসার নিয়োগ দান পূর্বক তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে প্রেরন করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষে প্রতি কেন্দ্রে ৭জন মহিলা ও ১০জন পুরুষ মিলে মোট ৮৬৭জন আনছার,৬শ জন পুলিশ এবং বিজিবি প্লাটুন ও র‌্যাব ৩ প্লাটুন কাজ করছে। এছাড়াও ৫ইউনিয়নের প্রত্যেকটিতে ১জন করে ম্যাজিস্ট্রেট কর্তব্যরত রয়েছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে প্রযোজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।