শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্রের চ‌রে ইয়াবা বা‌ণিজ‌্য,গ্রেফতার ৩

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৩১২ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ১৯ মে, ২০২৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র ন‌দের চরাঞ্চ‌লে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৮ মে) দিবাগত রা‌ত সা‌ড়ে ৮ টার দি‌কে উপ‌জেলার সা‌হে‌বের আলগা ইউ‌নিয়‌নের গেন্দার আলগা এলাকায় এ অ‌ভিযান চালায় পু‌লিশ।

শুক্রবার (১৯ মে) সকালে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানি‌য়ে‌ছে জেলা পু‌লিশ।

গ্রেফতার ব‌্যক্তিরা হলেন, ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকার হাবিবুর রহমান (২৭), মহসিন মিয়া (২৩) ও রৌমারী উপজেলার কাজাইকাটা গ্রামের রিপন মিয়া (১৮)।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উলিপুর থানার নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এক‌টি দল ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরের দই খাওয়ার চর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ ওই এলাকার মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান, মহসিন মিয়া ও রিপন মিয়াকে গ্রেফতার করে। এরা চরাঞ্চ‌লে ইয়াবা ব‌্যবসা কর‌ছিল।

উ‌লিপুর থানার ও‌সি শেখ আশরাফুজ্জামান ব‌লেন, ‘গ্রেফতার আসা‌মি‌দের বিরু‌দ্ধে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে মামলা দি‌য়ে শুক্রবার সকা‌লে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।