বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

ভুরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে মাছ ব‍্যবসায়ীর মৃত্যু

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৩৮০ Time View
Update : সোমবার, ৬ জুন, ২০২২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্টে এক মাছ ব‍্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম আবু সাঈদ (৫০)। সে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান (আসাদ) ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, সোমবার (৬ জুন) সকালের দিকে ঘরে টিভির লাইন চেক করতে গিয়ে অসাবধানতাবশত ছকেটের ভিতরে হাতের নখ ঢুকে পড়লে তিনি বিদ‍্যুতায়িত হন। পরে তার স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন এসে আবু সাঈদকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।