শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

মস‌জি‌দে নামাজ পড়তে গি‌য়ে মুসল্লীর মৃত‌্যু

মমিনুল ইসলাম বাবু।।কুড়িগ্রামনিউজ২৪.কম / ২৫৬ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে মস‌জি‌দে নামাজ পড়‌তে গি‌য়ে আব্দুল ক‌রিম (৬০) না‌মের এক মুসল্লীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে, শুক্রবার বি‌কেল ৫টায় পৌর শহ‌রের মস‌জিদুল হুদায়। ‌তিনি উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের সরফ‌দি এলাকার মৃত অহরু‌দ্দিনের ছে‌লে।

নিহ‌তের স্বজন‌দের সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল ক‌রিম হা‌টের রোগী ছি‌লেন। শুক্রবার সকা‌লে তার ভাই আমজাদ হো‌সেনের পৌর শহ‌রের বা‌ড়ি‌তে যান। বি‌কে‌লে বাজা‌রে ওষুধ কিন‌তে গি‌য়ে আস‌রের নামা‌জ আদা‌য়ের জন‌্য মস‌জিদুল হুদায় (বড় মস‌জিদ) যান। এ সময় অসুস্থ হ‌য়ে প‌ড়‌লে সেখা‌নেই মারা যান তি‌নি।

মস‌জি‌দের খা‌দেম আব্দুল হা‌কিম জানান, আস‌রের আজান শে‌ষে মস‌জিদে গি‌য়ে দেখি তি‌নি মে‌ঝে‌তে প‌ড়ে আছেন। প‌ড়ে ক‌য়েকজন মুসল্লীসহ উদ্ধার কর‌তে গে‌লে তা‌কে মৃত অবস্থায় পাওয়া যায়।

‌নিহতের ছোট ভাই আজাদ আলী জানান, আব্দুল ক‌রিম হার্টের রোগী ছি‌লেন। সকা‌লে ছোট ভাই আমাজাদ হো‌সে‌নের বা‌ড়িতে যান। আস‌রের নামাজ পড়‌তে গি‌য়ে তার মৃত‌্যু হয়। আব্দুল ক‌রিম পাঁচ সন্তা‌নের জনক ব‌লেও জানান তি‌নি।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।