শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে কোনো বিদেশি যোদ্ধা অংশ নিতে চাইলে তাদের ভিসা লাগবে না-জেলেনস্কি

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৭১৩ বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কোনো বিদেশি যোদ্ধা অংশ নিতে চাইলে তাদের ভিসা লাগবে না। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিভিশন বার্তায় এই মন্তব্য করেছেন।

জেলেনস্কি বলেন, ‘যেকোনো বিদেশি যারা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে চান তাদের জন্য ভিসা ফ্রি ভ্রমণ ১ মার্চ থেকে চালু হবে।’ এ সময় তিনি খারকিভে সোমবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন।

জেলেনস্কি বলেন, ‘শান্তিপ্রিয় ইউক্রেনীয়দের হত্যা করার জন্য পৃথিবীর কেউ আপনাদের ক্ষমা করবে না।’

তিনি রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে বলেন, শত্রুদের জন্য কিয়েভ হচ্ছে মূল লক্ষ। তারা আমাদের বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে আমাদের শহরকে বিদ্যুতহীন করে দিতে চায়। আমরা সবাই তাদেরকে প্রতিহত করবো।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।