আজ রবিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ, থানাহাট, রমনা, চিলমারী ও অষ্টমীর চর, উলিপুর উপজেলার দূর্গাপুর, সাহেবের আলগা, তবকপুর, বুড়াবুড়ী এবং ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী, পাথরডুবি, শিলখুড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা প্রমুখ।