রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

অদম্য মেধাবী সেই রিভার বাকৃবিতে ভর্তির দায়িত্ব নিলেন সুমন

Reporter Name / ৪৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী মোছাঃ রিমা আক্তার রিভার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ভর্তির দায়িত্ব নিলেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষানুরাগী ও সুমন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ, এম রহিমুজ্জামান সুমন।
সোমবার সকালে উপজেলার শামছপাড়া এলাকায় রহিমুজ্জামান সুমনের বাড়ীতে রিভার হাতে বাকৃবিতে ভর্তির প্রয়োজনীয় অর্থ তুলে দেন তার বাবা এ,আর, এম নুরুজ্জামান বকুল। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ৬৯ টিভির চেয়ারম্যান আলমগীর হোসাইন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, খোলা কাগজ প্রতিনিধি আঃ লতিফ মেহেদী, রিভার বাবা মোঃ রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ।
শিক্ষানুরাগী এইচ, এম রহিমুজ্জামান সুমন বলেন, সুমন ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সহযোগীতা করে আসছে। সুমন ফাউন্ডেশন সব সময় হতদরিদ্রদের সাথে থেকে কাজ করতে চায়।
উল্লেখ্য, গত ২১ডিসেম্বর বিভিন্ন প্রত্রিকায় “অর্থাভাবে বাকৃবিতে ভর্তি অনিশ্চিত রিভার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি সুমন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ, এম রহিমুজ্জামান সুমনের দৃষ্টি গোছর হয়। পরে তিনি রিমা আক্তার রিভার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহে ভর্তির দায়িত্বভার গ্রহনের ঘোষনা দেন এবং রোববার ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেন।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।