কুড়িগ্রাম জেলার উলিপুরের ইতিহাস-ঐতিহ্য বিষয়ে আবু হেনা মুস্তফা‘র চতুর্থ গবেষণাগ্রন্থ “উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান“ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উলিপুর বণিক সমিতি মিলনায়তনে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক হরি গোপাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উলিপুর বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
আবু হেনা মুস্তফা‘র চতুর্থ গবেষণাগ্রন্থ “উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান“বইটি ১১২পৃষ্ঠার। প্রচ্ছদ পরিকল্পনায় প্রকাশক। বইটির মুল্য ২০০ টাকা।