"নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯শে জুলাই ২০২২ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৩ জুলাই সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার গণমাধ্যমকর্মীদের কাছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আগামী ২৩ থেকে ২৯শে জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উন্মুক্ত আলোচনা করেন।