কুড়িগ্রামের উলিপুরে বানভাসী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১জুলাই) সকালে উপজেলার নতুন অনন্তপুর হাইস্কুল মাঠে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট (বি,পি,আই বন্ধন) এর সাবেক ছাত্র / ছাত্রীদের সার্বিক সহযোগীতায় হাতিয়া ইউনিয়নে বন্যা কবলিত অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারকে উপহার সামগ্রী দেয়া হয়। উপহার সামগ্রী মধ্যে ছিল, চাল ৬ কেজি, মশুর ডাল ১ কেজি, সোয়াবিন ১ লিটার, লবন আদা কেজি, সরিষাতেল ১০০ গ্রাম, আলু ২ কেজি, পিয়াজ আদা কেজি, গুড়া মরিচ ১০০ গ্রাম, কাপড় কাঁচা সাবান ১ টা, বিস্কুট ১ কেজি, ওরস্যালাইন ৫ টা, নাপা টেবলেট ১ পাতা। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট (বিপিআই) সাধারণ সম্পাদক, ইমরান হোসেন, থিংক পজিটিভ ডোনেট পজিটিভ এর এডমিন হুমায়ুন কবির, ক্যাসিফিক সোলার,কুড়িগ্রামের প্রকল্প সমন্ময়কারী, মোস্তাফিজার রহমান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, জহুরুল ইসলাম তারা প্রমুখ।