কুড়িগ্রামের উলিপুরে সারাদেশের ন্যায় স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সমবেত হয়। আলোচনা সভায় ভূমি প্রধান সহকারী কর্মকর্তা ইলিয়াস আহমেদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এরশাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমূখ। এসময় উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার সকল ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।