মোহাইমিনুল ইসলাম।। কুড়িগ্রামনিউজ২৪.কম
/ ৫৮
বার দেখা হয়েছে :
লিপিবন্ধ করা হয়েছে :
সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
খবরটি শেয়ার করুন :
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় মেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন পুলিশ, আনসার-ভিডিপি ও স্কাউট সদস্যরা। শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।