প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৪, ৮:২৫ পি.এম
কুড়িগ্রামে মধ্যরাতে শীতার্ত মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব
কুড়িগ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ইয়ামাহা রাইডার্স ক্লাব কুড়িগ্রামের সহোযোগিতায় জেলা শহরের রেলস্টেশন, বাসস্ট্যান্ড, এতিমখানাসহ বিভিন্ন পয়েন্টে বাইকার সদস্যরা অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণকালে ইয়ামাহা রংপুর জোনের টেরিটরি অফিসার আজিজুল হাকিম রাফি বলেন, তীব্র শীতে আমরা টিম ইয়ামাহা ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের সাথে নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি।
ইয়ামাহা রাইডার্স ক্লাব কুড়িগ্রামের অ্যাডমিন একরামুল হক বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা শুধু ভ্রমন, আড্ডার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকে। আমরা আজ ৫০ এর অধিক শীতার্ত মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতা ছড়াতে পেরেছি। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।
এসময় কুড়িগ্রাম ইয়ামাহা শোরুমের ডিলার রেজাউল করিম আমিনসহ ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ এসিআই মটরস ও ইয়ামাহা এর উদ্যোগে সারাদেশে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ানোর লক্ষে বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে শীতের উষ্ণ কম্বল বিতরণ করে আসছেন।
© All rights reserved © 2020-2024© kurigrmnews24.com