“উলিপুরের বইমেলা হোক, রংপুর অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতির মিলন মেলা” এই স্লোগানকে ধারন করে উলিপুর ‘ফ্রেন্ডস ফেয়ার’র আয়োজনে ২৬ তম বইমেলার উদ্বোধন হয়েছে। ১২ মার্চ (শনিবার) সকাল ১১ টায় বিজয় মঞ্চ প্রাঙ্গনে বই মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি।
ফ্রেন্ডস ফেয়ার মেলা কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম লালন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক ডাঃ লোকমান হাকিম, গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি তপন সেন গুপ্ত, প্রভাষক শামীম আক্তার আমিন, ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমীন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে, ফ্রেন্ডস ফেয়ারের সকল সদস্যের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সকল শ্রেনির মানুষদের বই পড়ার প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, উলিপুর বইমেলা দেশের অন্যতম প্রাচীন বইমেলা। বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের শেষে একুশে পদকপ্রাপ্ত এসএম আব্রাহাম লিংকনকে উলিপুর ফ্রেন্ডস ফেয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।