কুড়িগ্রামের উলিপুরের বজরায় তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কার ও নদীশাসনের দাবীতে মানববন্ধন করেছে ভাঙন কবলিতরা।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে সাতালস্কর প্রাইমারী স্কুলের পাশে দীর্ঘ সময় ধরে মানববন্ধনে নারী-শিশুসহ সহস্রাধিক মানুষ অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য আবু তালেব মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মাহতাব হোসেন, বিমল কুমার সাহাসহ অন্যান্যরা।
সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার বলেন, দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধটি গত বন্যায় ভেঙে যায়। এরপর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করার পরও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। অামরা অতি দ্রুত বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।
সাতালস্কর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, তিস্তার ভাঙণে বিলীন হওয়া বাঁধ সংস্কার হলে এ এলাকার অসংখ্য বসত বাড়ী ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। তাই এই শুকনো মৌসুমেই বাঁধটি সংস্কারের দাবি জানাচ্ছি।