প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২২, ৫:৪৯ পি.এম
কুড়িগ্রামে হাসপাতালের ওয়াশরুমে মিললো নবজাতকের মরদেহ
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারী মেডিসিন ওয়ার্ডের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, সকালে হাসপাতালের ক্লিনার নারী মেডিসিন ওয়ার্ডের (৫ নম্বর ওয়ার্ড) ওয়াশরুম পরিষ্কার করতে যান। সেখানে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। ধারণা করা হচ্ছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় শিশুটিকে কমোডে ফেলে দেওয়া হয়। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।’
তিনি আরও বলেন, আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
© All rights reserved © 2020-2023 © kurigrmnews24.com