খুলনায় ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুলের ২০২৩ সালের এসএসসি (ভোক:) পরীক্ষায় শতভাগ সাফল্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার ( ২৯আগষ্ট ) সকালে ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে হেড অব টেকনিক্যাল স্কুল জনাব জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক জনাব পলাশ সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর, বিসমিল্লাহ প্রোপারটিজ লিমিটেড সাইফুল ইসলাম, ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পলাশ সাহা বলেন, জীবনে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। জীবনে যারা সফলতা লাভ করেছেন তারা খুব সহজে সফলতা লাভ করতে পারেনি। সফলতা অর্জনের পথ অনেক কঠিন ও অমসৃন। এসএসসি উত্তীর্ণ মানে প্রথম ধাপ উত্তীর্ণ হওয়া। সফলতার সর্বোচ্চ শিখরে পৌছাতে হলে সাফল্যেও এ ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, কারিগরি শিক্ষা এখন সময়ের চাহিদা। সবাইকে কারিগরি শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় পারদর্শী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী তাদের অনভূতি ব্যক্ত করে। পরিশেষে ক্রেষ্ট ও ফুল দিয়ে কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়।