প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২২, ৭:৩৯ পি.এম
চিলমারীতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর
সোনালী ব্যাংক লি. এর অনলাইন সেবার মাধ্যমে কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে বেতন,ভর্তি ফিস,পরীক্ষার ফিসসহ বিবিধ ফিস/চার্জ আদায় কার্যক্রমের লক্ষে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সোনালী ব্যাংক চিলমারী শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ইনচার্জ)মো.ওয়াহেদুন নবী ও থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক শেফাউন নাহার সাজু স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের এসপিও শাহিন আক্তার ভূইয়া,চিলমারী শাখার মারুফ হাসান রনি,রকিব হাসান,থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম,ইন্সট্রাক্টর আবু হানিফা রঞ্জু,ইউপি সদস্য মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বিদ্যালয়টি সদ্য জাতীয়করণ হওয়ায় শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ফিস আদায়ে স্বচ্ছ এবং সহজ লেনদেনের লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
© All rights reserved © 2020-2023 © kurigrmnews24.com