কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাজার অভিযানে দুটি প্রতিষ্ঠানে ২১হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে উলিপুর মধ্য বাজারে অবস্থিত লক্ষী বেকারিকে তাদের তৈরিকৃত খাদ্যপন্যের প্যাকেটের গায়ে প্রতিষ্ঠানের নাম,উৎপাদনের তারিখ, খুচরা মূল্য না লেখায় এবং মেয়াদোত্তীর্ণ রঙ,সুগন্ধি ব্যবহার করার অপরাধে ২০,০০০ টাকা এবং চৌমুহনী বাজারে অবস্থিত মা বাবার দোয়া হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং উলিপুর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান,জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।