কুড়িগ্রাম উলিপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, প্রধান শিক্ষক অক্সফোর্ড মডেল পাবলিক স্কুল আব্দুল মমিন আনছারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে।
এসময় ধামশ্রেনী, হাতিয়া ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম,শায়খুল ইসলাম নয়া,এরশাদুল হককে অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান আসাদ।