বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

সম্মান হানিকর তথ্যের প্রতিবাদে উলিপুরে সংসদ সদস্যের সংবাদ সম্মেলন

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৭২৯ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

গত ১৭ই ফেব্রুয়ারি কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে উলিপুরে সংবাদ সম্মেলন করেছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এমএ মতিন।
সোমবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর বণিক সমিতির হলরুমে প্রতিবাদী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন।
সংবাদ সম্মলনের শুরুতে নানা উন্নয়ন কর্মকান্ডের কথা জানিয়ে লিখিত বক্তব্যে ১৭ই ফেব্রুয়ারি কুড়িগ্রামে তথাকথিত ষড়যন্ত্রমূলক বানোয়াট অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে এমপি এম এ মতিন বলেন, আমি ১১নং সেক্টরে থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলাম। গোলাম হোসেন মন্টুর সাথে কোন বীর মুক্তিযোদ্ধা নাই। কয়েকজন বীরমুক্তিযোদ্ধাকে ভুল, মিথ্যা তথ্য দিয়ে কুড়িগ্রামে নিয়ে গিয়েছেন। সেখানে মাত্র ৬/৭ জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। আর কতিপয় ভাড়াটিয়া মানুষ। উলিপুরের বীর মুক্তিযোদ্ধাগণ আমার গেজেটভুক্তিতে মহা আনন্দিত ও সন্তুষ্ট হয়েছেন। গত ২৩/০১/২৩ তারিখে আমি ঢাকা থেকে উলিপুরে প্রত্যাবর্তনকালে উলিপুর-রাজারহাট সীমান্তের তেজার মোড়ে ১০০টি মোটর সাইকেল নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা স্বতঃস্ফুর্তভাবে আমাকে বরণ করে নেয়। যুদ্ধকালীন প্রখ্যাত কমান্ডার সরকার ইসহাক আমার আগমনের খবর পেয়ে লুঙ্গীপড়ে তেজার মোড়ে ছুটে আসেন এবং ফুল দিয়ে আমাকে সম্মানিত করেন। সেদিনই দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের শীর্ষ নেতৃবর্গ উলিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আমার সঙ্গে সাক্ষাত করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানান। তাঁদের আমন্ত্রণ পেয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আসলে প্রবীণ ও শীর্ষ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নেতৃবর্গ এবং ১৪টি ইউনিয়নের ইউনিয়ন কমান্ডারগণ পুষ্পমাল্য দিয়ে আমাকে বরণ করেন।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুকে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে মিথ্যা কাগজ তৈরি করে আমার এবং আমার পরিবারের প্রতিষ্ঠিত সুনাম ও ভাবমূর্তি বিনষ্টের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা কিংবা ১৫ দিনের মধ্যে তার উল্লেখিত তথ্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ দিতে হবে। অন্যথায় উপযুক্ত আদালতে তার এবং তার সহযোগিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, কুড়িগ্রাম-৩ আসনে তিনি(গোলাম হোসেন মন্টু) নৌকার এমপি চান না। আওয়ামী লীগের এমপি হলে তার অবাধ ও একচ্ছত্র লুটপাটে কিছুটা অসুবিধা হয়। তাই গতবারের মত নির্বাচনের সময় পেটের ব্যথার অজুহাতে রংপুর হাসপাতালে ভর্তির নাটক না করে এবার প্রকাশ্যেই এই আসনে নৌকা মার্কার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি ও তার সমর্থকরা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন এবং আক্কাস ডাক্তারের মিশন সফল করার জন্য দলের ভিতরে থেকে সুকৌশলে কাজ করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে দলীয় এমপি’র সুনাম নষ্ট এবং জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গত ৯ম সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থীর বিপক্ষে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে এডহক কমিটি গঠন করা হয়েছিল। প্রতারণামূলকভাবে মিথ্যা কাগজ তৈরি করে আমাকে বিএনপি/ছাত্রদল সাজানোর চেষ্টা করা হচ্ছে। অথচ কখনোই আমি বা আমার পরিবার উলিপুরের বিএনপি নেতা মাঈদুল ইসলামের বাসায় যাতায়াত কিংবা যোগাযোগ রাখি নাই। ১৯৮৫ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মাঈদুল ইসলাম সাহেবের প্রার্থীর বিরুদ্ধে রব সরদারকে প্রার্থী করে বিপুল ভোটে বিজয়ী করা হয়েছিল। প্রতাপশালী মন্ত্রী মাঈদুল ইসলামকে চ্যালেঞ্জ করে ১৯৮৫ সালে উলিপুর মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এই কারণে আমার বিরুদ্ধে ৩টি মামলা করে প্রায় ৩ বৎসর আমাকে হয়রানী করা হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বিএনপি’র আস্থাভাজন ব্যক্তি। গত ১১/০২/২৩ তারিখে তার নিজ ইউনিয়ন ধরণীবাড়ীতে তার আশ্রয়-প্রশ্রয়ে বিএনপির সর্ববৃহৎ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই দিনে উদ্দেশ্যমূলকভাবে আমার ছেলে সালমান হাসানকে নদী বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নে শান্তি-সমাবেশের দায়িত্ব দেয়া হয়েছিল। তারই ইন্ধনে বিএনপি আওয়ামী লীগের শান্তি-সমাবেশে আক্রমণ করে ৪ জনকে আহত করে। তারা উলিপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে আহতদের দেখতে হাসপাতালে যাওয়া হয় নাই, কিংবা কোন বিবৃতিও দেয়া হয় নাই।
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমডি ফয়জার রহমান, কোম্পানী সেকেন্ড-ইন-কমান্ড বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউস সামাদ, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, ধরনিবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।
এ বিষয়ে উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, আমার বিরুদ্ধে এমপি যেসব অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি(এমপি) শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তার পরিবার বিএনপি, তারা কেউ আওয়ামীলীগ করেন নাই। অপেক্ষা করেন সত্য একদিন প্রকাশ হবেই।
প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, সংসদ সদস্য এম এ মতিন ১৯৭৯ সালে ঢাকা কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম সদস্য ছিলেন। তার পরিবার রাজাকার পরিবার। তার ভাই আব্দুল করিম ছিলেন উলিপুর উপজেলা রাজাকার কমান্ডার। তারা মুক্তিযোদ্ধা নির্যাতনকারী। তিনি কোনো দিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।