কুড়িগ্রামের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন করা হয়েছে, কমিটি গঠন উপলক্ষে ক্ষেতমজুর সমিতি একটি র্যালি করেন, ১৮-০৪-২০২৫ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় র্যালিটি শহরের মূল মূল ফটক গুলো প্রদক্ষিণ করে উলিপুর শহীদ মিনার চত্বরে জমায়েত হয়ে আলোচনা সভার মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সভাপতি দেলোয়ার হোসেন, নুর মোহাম্মদ আনসার আলোচনা সভায় বক্তরা জানান মাঠে খেটে খাওয়া দিনমজুর মানুষের ন্যায্য পাওনা আদায় এর লক্ষ্যে আমাদের এই কমিটি গঠন, আমরা মাঠে খেটে খাওয়া মানুষের পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো।
এসয় আমন্ত্রিত অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী উপেন্দ্রনাথ রায়, সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখা, নুর মোহাম্মদ আনসার সভাপতি বাংলাদেশ কৃষক সমিতি কুড়িগ্রাম জেলা কমিটি, এ্যডভোকেট প্রদীপ কুমার রায় সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উলিপুর উপজেলা শাখা, মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য। নব গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি'র সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ বাপ্পা, সভাপতি দেলোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক সুনীল চন্দ সরকার, সহ সভাপতি সুভাষ চন্দ্র বর্মন,সদস্য সচিব বাবু মহিলা সদস্য আলেয়া বেগম, আরও অন্যান ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট পেপারে সাংবাদিক বৃন্দ।