অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, 'রুলস অব বিজনেস' অনুযায়ী প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য মোহাম্মদ সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করবেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন।
এই পদে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা ভোগ করবেন।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সন্তান মোহাম্মদ সুফিউর রহমান একজন অভিজ্ঞ ও সুপরিচিত কূটনীতিক। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি জাতিসংঘের জেনেভা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। বিভিন্ন আন্তর্জাতিক মিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি রাষ্ট্রদূতের পদে পদোন্নতি পান।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অভিজ্ঞ এই কূটনীতিকের নিয়োগকে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।