গত সোমবার দুপুরে উপজেলার ছিনাই ফেডারেশন হল রুমে ছিনাই ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে ও চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের সহোযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয় ।
ছিনাই ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি জনাব মোঃ আসাদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান, প্রভাষক,খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব শফিকুল ইসলাম সাজু, সহকারী শিক্ষক, ব্রাহ্মণ পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জনাব ময়েন উদ্দিন , সাধারণ সম্পাদক, ছিনাই ফেডারেশন । এছাড়াও যুব সংগঠনের সদস্যবৃন্দ, গণ্যমান্য, কিশোর-কিশোরী, অভিভাবক শিক্ষার্থীসহ আরও অনেকে।
এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং বাল্যবিবাহের ঝুঁকিপূর্ণ কিশোরীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সম্মানিত অতিথিগণ। বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ , বাল্যবিবাহের কুফল ও নারী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন । পাশাপাশি বিভিন্ন সামাজিক ঝূঁকিমুক্ত টেকশই আধুনিক সমাজ গড়ার প্রতিও গুরুত্বারোপ করেন তাঁরা।
এবিষয়ে ছিনাই যুব সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল মামুন বলেন, এই আয়োজনটির ফলে মেয়ে শিশুরা পড়াশোনায় আগ্রহী হবে। বাল্য বিবাহ মেয়েদের স্বপ্ন পূরণে বাধা দেয়, বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।