বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড় উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উলিপুরে শুরু হলো ২৯ তম বইমেলা: সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা উলিপুরে আদালত থেকে ফেরার পথে চাচাকে অপহরণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে “বাপ্পারাজ অবশেষে খুঁজে পেলেন হেনাকে” পানির অভাবে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে তিস্তা এলাকায় – আমীর খসরু নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লংমার্চ

আজ পবিত্র শবে বরাত

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: / ১৭৩ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে-বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদান ও প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।’ পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই মহিমাময় রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত।’

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন।

 


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।