শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড় উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উলিপুরে শুরু হলো ২৯ তম বইমেলা: সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা উলিপুরে আদালত থেকে ফেরার পথে চাচাকে অপহরণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে “বাপ্পারাজ অবশেষে খুঁজে পেলেন হেনাকে” পানির অভাবে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে তিস্তা এলাকায় – আমীর খসরু নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নতুন ট্রেন চিলমারী কমিউটার চালু

প্রতিবেদকের নাম: / ৫৭২ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

প্রায় দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার (১ মার্চ) থেকে আবারও কুড়িগ্রাম-রমনা রেলপথে চালু হচ্ছে নতুন ট্রেন চিলমারী কমিউটার। মঙ্গলবার (১ মার্চ) সকালে চিলমারীর রমনা রেল স্টেশন থেকে চিলমারী কমিউটার রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ট্রেনটির শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিন্ত্রী জাকির হোসেন এমপি বলেন, এই ট্রেন উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘ স্বপ্নের বাস্তব রূপায়ন হয়েছে, এ ট্রেন একদিকে যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করবে অন্যদিকে চিলমারী বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
উল্লেখ্য যে, ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি এই রেলপথে চলাচলকারী পার্বতীপুরগামী কুড়িগ্রাম জেলার একমাত্র রমনা মেইল নামে লোকাল ট্রেনটি বন্ধ করা হয়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও লোকোমাস্টার, ইঞ্জিন স্বল্পতা ও জনবল সংকটের অজুহাতে এই রেলপথে প্রায় দুই বছর ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে মঙ্গলবার (১ মার্চ)  থেকে চিলমারী কমিউটার ট্রেন নামে রংপুর পর্যন্ত রেল চালুর উদ্যোগ নেওয়া হলেও পার্বতীপুরগামী রমনা লোকাল ট্রেনটি চালু হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন চালু হওয়া কমিউটার ট্রেনটি সকালে রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর পৌঁছে সেখান থেকে লালমনিরহাটের উদ্দেশ্য ছেড়ে যাবে। অতঃপর বিকেলে রংপুর হতে কাউনিয়ায় এসে রংপুর এক্সপ্রেসের যাত্রী নিয়ে রমনার উদ্দেশ্য ছেড়ে এসে রাতে রমনা স্টেশনে অবস্থান করবে। মূলত রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সংযোগকারী শাটল ট্রেনটি রমনা কমিউটার নামে যাতায়াত করবে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।