শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার উলিপুরে সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থীর মৃত্যু পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড় উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উলিপুরে শুরু হলো ২৯ তম বইমেলা: সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলা উলিপুরে আদালত থেকে ফেরার পথে চাচাকে অপহরণের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে “বাপ্পারাজ অবশেষে খুঁজে পেলেন হেনাকে” পানির অভাবে ১৫ লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে তিস্তা এলাকায় – আমীর খসরু নাগেশ্বরীতে জাতীয় সংগীতকে ব্যঙ্গ করে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৬৮১ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

বাল্যবিবাহের হার কমিয়ে আনা এবং এই ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১ মার্চ দুপুরে ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে এক জনসমাবেশে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি এই ঘোষণা প্রদান করেন।
অনুষ্ঠানে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, প্ল্যান ইন্টারন্যাশনাল’র বিবিএফজি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, আরডিআরএস বিবিএফজি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রধান, ইমাম, কাজী, পুরোহিত, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও সুশিল সমাজের নেতৃবৃন্দকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এসময় লাল কার্ড প্রদর্শন, ফলক উন্মোচন ও পায়রা উড়িয়ে ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও বেসরকারি এনজিও আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও বিবিএফজি প্রকল্পের ডাটা অনুসারে ২০১৬ সালে ১৫ বছরের নীচে এই উপজেলায় বাল্যবিবাহের হার ছিল ৩৫ শতাংশ। যা এখন কমে দাঁড়িয়েছে ৬ শতাংশ এবং ১৮ বছরের নীচে বাল্যবিবাহের হার ছিল ৬৫ শতাংশ যা কমে দাঁড়িয়েছে ৩৭ শতাংশে।
আগামী ৩ বছরের মধ্যে ফুলবাড়ী উপজেলাকে পুরোপুরীভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার লক্ষ্যে সকল পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও পরিবারের সহযোগিতার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।