
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে বিশ্বব্যাপী আহুত হরতালের সমর্থনে গোটা দেশের নেয়, কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী মুসলিম জনতা। গতকাল সোমবার বাদ জোহর মসজিদুল হুদা হতে মিছিলটি হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদুল হুদার ইমাম মাওলানা আনছার আলী, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আতাউর রহমান, শাহী মসজিদের ইমাম জিয়াউল ইসলাম সহ প্রমুখ।