কুড়িগ্রামের উলিপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ ১ মে (বুধবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। “শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রমজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রমিকদের স্মরণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদ চত্বর ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে মসজিদুল হুদা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও নয়ন কুমার সাহা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হায়দার আলী মিঞা, মো. আমিনুল ইসলাম, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুর রফিক, হামিদুর রহমান লিটন, কমরেড দেলোয়ার হোসেন, ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাঁদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করা গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।” তারা আরও বলেন, ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের রক্তপাত ছিল শ্রমিক অধিকারের ইতিহাসে এক মাইলফলক।
বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধ, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে বলেন, “শ্রমিকদের কষ্ট বৃথা যেতে দেওয়া যাবে না। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ভবিষ্যতের বাংলাদেশকে একটি শ্রমিকবান্ধব, ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার আহŸান জানানো হয়।