শনিবার, ০৩ মে ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে বন্যাদুর্গত ১০০০ পরিবারে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা আন্তর্জাতিক শ্রমিক দিবসে উলিপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

উলিপুরে বন্যাদুর্গত ১০০০ পরিবারে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: / ১৫০ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শুক্রবার, ২ মে, ২০২৫

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। প্রতিটি ফুড প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৩ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ছোলা—সর্বমোট ২৫ কেজির খাদ্য সামগ্রী।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। বিতরণ অনুষ্ঠানে  জাকাত ফাউন্ডেশনের দক্ষিন এশিয়ার আঞ্চলিক ম্যানেজার অবসর প্রাপ্ত সচিব অর্থ মন্ত্রনালয় মাহাবুবুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ এবংস্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নের বাছাইকৃত দরিদ্র পরিবারগুলোর মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।

২০০৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এতিম শিশু প্রতিপালন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বস্তির শিশুদের প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, নিরাপদ পানি ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও সংস্থাটি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।