কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সাহায্য সংস্থা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। প্রতিটি ফুড প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৩ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ছোলা—সর্বমোট ২৫ কেজির খাদ্য সামগ্রী।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়, যা স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। বিতরণ অনুষ্ঠানে জাকাত ফাউন্ডেশনের দক্ষিন এশিয়ার আঞ্চলিক ম্যানেজার অবসর প্রাপ্ত সচিব অর্থ মন্ত্রনালয় মাহাবুবুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ এবংস্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নের বাছাইকৃত দরিদ্র পরিবারগুলোর মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
২০০৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করা জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় এতিম শিশু প্রতিপালন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বস্তির শিশুদের প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, নিরাপদ পানি ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও সংস্থাটি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে।