রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
সবশেষ খবর :
লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী

চিলমারী ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা এর নতুন কমিটি গঠন

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫৭১ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১৯ মার্চ, ২০২২

চিলমারী উপজেলা হতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ব‌বিদ্যাল‌য় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থী‌দের বৃহৎ সংগঠন “চিলমারী ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা।
আগামী ১বছরের জন্য উক্ত সংগঠনের নতুন কমিটি  গঠন করা হয়েছে শুক্রবার( ১৮ মার্চ)
চিলমারী ছাত্রকল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি পদে মনোনীত হয়েছেন এস এম ইয়াছির আরাফাত প্লাবন (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং
সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন,
মোঃ আতিকুর রহমান (আইন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়)
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন অনেক বছর কার্যক্রম থেকে বিরত থাকলেও গত ২০১৭ সাল থেকে পূণরায় ছন্দে ফেরে। ঢাকা কেন্দ্রিক এই সংগঠন চিলমারী উপজেলার শিক্ষার্থীদের ঢাকায় থাকার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ সহায়তা,দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং নানাবিধ সমস্যা সমাধানে কাজ করে আসছে।
এছাড়াও গত কয়েক বছরে চিলমারী উপজেলায় শীত বস্ত্র বিতরণ, জন সচেতনতা মূলক দেয়াল লেখনি, মানবতার দেয়াল প্রতিষ্ঠা, বন্যায় ত্রাণ সামগ্রী প্রদান সহ বিভিন্ন সংকটময় সময়ে “চিলমারী ছাত্রকল্যাণ সমিতির” ভূমিকা ছিল প্রশংসনীয়।
নতুন কমিটির হাত ধরে সংগঠনটির মানবিক  উদ্দেশ্য বাস্তবায়ন হোক এবং  দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানের মাধ্যমে ভাতৃত্বের নিবিড় বন্ধন গড়ে উঠুক  চিলমারী উপজেলার ছাত্রসমাজে যা চিলমারীবাসির একান্ত কাম্য।
 ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা” এর নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে চিলমারী বাসির পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।