শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সবশেষ খবর :
বুড়ি তিস্তা রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন উলিপুরে উলিপুরে বন্যাদুর্গত ১০০০ পরিবারে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা আন্তর্জাতিক শ্রমিক দিবসে উলিপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো

থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: / ৩৫৫ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৪ফেব্রুয়ারী) থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বাৎসরিক দোয়া মাহফিল, কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.তাহের আলী, সহকারী প্রধান শিক্ষক মন্জুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক লুৎফর রহমান, জিয়াউর রহমান, সেলিনা পারভীন, চিলমারী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চিলমারী উপজেলা সমন্বয়ক সাব্বির আহমেদ, থানাহাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মোখলেছুর রহমান মাসুম প্রমুখ।

প্রথম পর্বের অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মো. নুর আলম । ২য় পর্বের অনুষ্ঠানে ২০২৪ সালের কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। শেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।