সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সবশেষ খবর :
সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড়

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: / ১৭০ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

পবিত্র রমজান মাস শুধুমাত্র রোজা রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতা চর্চার এক অনন্য সুযোগ। এ মাসে অনেকেই সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ঠিক এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের অটোরিকশাচালক সাঈদুল ইসলাম।

তিনি রমজান মাস উপলক্ষে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন। তার ব্যাটারিচালিত অটোরিকশার সামনে-পেছনে ব্যানারে লেখা রয়েছে— “পবিত্র রমজান মাস উপলক্ষে নির্দিষ্ট ভাড়া থেকে ৫-১০ টাকা ছাড়”

ভালোবাসা ও দোয়ায় সিক্ত সাঈদুল

সাঈদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামার এলাকার বাসিন্দা। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় পাঁচ বছর ধরে তিনি কুড়িগ্রাম থেকে চিলমারী ৩০ কিলোমিটার পথে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। গত দুই বছর ধরে রমজান মাসে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড় দিয়ে আসছেন।

কীভাবে এ উদ্যোগের ভাবনা

সাঈদুল ইসলাম বলেন, “আমি টিভি ও ফেসবুকে দেখেছি, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেওয়া হয়। এখান থেকেই আমি অনুপ্রাণিত হই। আমার তো তেমন সামর্থ্য নেই, কিন্তু যেহেতু একটি অটোরিকশা চালাই, তাই সেটার মাধ্যমেই মানুষের জন্য কিছু করতে চেয়েছি। পুরো রমজান মাস জুড়েই এ ছাড় থাকবে, ইনশাআল্লাহ।”

প্রশংসায় স্থানীয়রা

উলিপুর-চিলমারী পথে নিয়মিত যাত্রী জরীফ উদ্দীন বলেন, “রমজানে সাঈদুল ভাইয়ের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি দারুণ দৃষ্টান্ত। তার জন্য দোয়া ও ভালোবাসা রইল।”

চৌহমনি বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল জলিল বলেন, “রমজান শুধু উপবাস থাকার জন্য নয়, বরং এটি মানুষকে আরও দয়ালু ও মানবিক হতে শেখায়। সাঈদুল ইসলাম তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দেখাদেখি আরও অনেকে রোজাদারদের সহায়তায় এগিয়ে আসবে বলে আশা করি।”

সাঈদুল ইসলামের এই মহৎ উদ্যোগ স্থানীয়দের মন জয় করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।