কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী রক্ষায় মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দখলদারদের উচ্ছেদের দাবিতে রোববার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও তিস্তা নদী রক্ষা কমিটি কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রীন ভয়েস উলিপুর শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম আনছারী, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, এবং বাপা কুড়িগ্রাম জেলার সদস্য মতলেবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের সারফারাজ সৌরভ।
বক্তারা বলেন, “বুড়ি তিস্তা নদী আজ দখল ও দুর্ব্যবস্থাপনার কারণে অস্তিত্ব সংকটে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা দুঃখজনক।”
রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
পরিবেশপ্রেমীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাবেন তারা।