বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

উলিপুরে স্থগিত ৪র্থ ধাপের ইউপি ভোটে বিজয়ী হলেন যারা

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৫৩০ Time View
Update : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ৭ ফেব্রুয়ারি (সোমবার) স্থগিত ৪র্থ ধাপের ৪টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২টিতে নৌকা ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৩৭ অনুযায়ী ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে ৪র্থ ধাপের অনুষ্ঠিত নির্বাচনে ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচন সংলগ্নী – ১ উল্লেখিত সংশ্লিষ্ট চেয়ারম্যান, সাধারন ও সংরক্ষিত ওয়ার্ডের বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে বাংলাদেশ নির্বাচন কমিশন ৭ ফেব্রুয়ারি (সোমবার) পুনরায় ভোটগ্রহন সম্পন্ন করে।
এতে তবকপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন মোখলেছুর রহমান। বুড়াবুড়ি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন আসাদুজ্জামান খন্দকার। সাহেবের আলগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন ও দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মিঞা সাঈদ বিজয়ী হন।
উল্লেখ্য, এই উপজেলায় ১৩টি ইউনিয়নের মধ্যে ৪টিতে নৌকা, ২টিতে লাঙ্গল, ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন।
উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব জানান, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কোন রকমের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।