চিলমারী উপজেলা হতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বৃহৎ সংগঠন “চিলমারী ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা।
আগামী ১বছরের জন্য উক্ত সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে শুক্রবার( ১৮ মার্চ)
চিলমারী ছাত্রকল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি পদে মনোনীত হয়েছেন এস এম ইয়াছির আরাফাত প্লাবন (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং
সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন,
মোঃ আতিকুর রহমান (আইন বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়)
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন অনেক বছর কার্যক্রম থেকে বিরত থাকলেও গত ২০১৭ সাল থেকে পূণরায় ছন্দে ফেরে। ঢাকা কেন্দ্রিক এই সংগঠন চিলমারী উপজেলার শিক্ষার্থীদের ঢাকায় থাকার ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ সহায়তা,দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা এবং নানাবিধ সমস্যা সমাধানে কাজ করে আসছে।
এছাড়াও গত কয়েক বছরে চিলমারী উপজেলায় শীত বস্ত্র বিতরণ, জন সচেতনতা মূলক দেয়াল লেখনি, মানবতার দেয়াল প্রতিষ্ঠা, বন্যায় ত্রাণ সামগ্রী প্রদান সহ বিভিন্ন সংকটময় সময়ে “চিলমারী ছাত্রকল্যাণ সমিতির” ভূমিকা ছিল প্রশংসনীয়।
নতুন কমিটির হাত ধরে সংগঠনটির মানবিক উদ্দেশ্য বাস্তবায়ন হোক এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদানের মাধ্যমে ভাতৃত্বের নিবিড় বন্ধন গড়ে উঠুক চিলমারী উপজেলার ছাত্রসমাজে যা চিলমারীবাসির একান্ত কাম্য।
ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা” এর নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে চিলমারী বাসির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।