রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
সবশেষ খবর :
লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী

উলিপুরে বিএনপি নেতা আবু সাঈদ সরকার আর নেই

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪৯৩ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১৪ মে, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সরকার(৭০) আর নেই। তিনি গত বৃহস্পতিবার দুপুরে ব্যবসার কাজে কুড়িগ্রাম যাওয়ার পথে কুড়িগ্রাম সরকারি ডিগ্ৰি কলেজের সামনে গেলে অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে ওইদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, মা, বড় ভাই, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ জোহর উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠ তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বি এনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল-ইসলাম, জেলা বিএনপি’র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী,উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ওবায়দুর রহমান বুলবুল প্রমুখ।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।