রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

উলিপুরে ভুমি অধিগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম / ৪১৭ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে ভুমি অধিগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিকগন। বুধবার (১ জুন) দুপুরে উপজেলা প্রেসক্লাব উলিপুর হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গোলাম মোহাম্মদ সরওয়ারর্দী’র সার্বিক তত্ত্বাবধানে লিখিত বক্তব্য পেশ করেন, জমির মালিক আব্দুল হাই সরকার।
লিখিত বক্তব্যে জানা যায়, কুড়িগ্রামের উলিপুরে অপরিকল্পিত ভাবে বুড়ি তিস্তা নামকরণের মাধ্যমে ব্যক্তি মালিকানাধীন জমি খনন করার ফলে পৌরসভাধীন এলাকার প্রায় ১ হাজার ৫শ পরিবার ক্ষতিগ্রস্ত স্বীকার হয়ে মনবেতর জীবন যাপন করছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০১৯/২০ অর্থ বছরে ১৯ কিলোমিটার জায়গা পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কর্তৃক পূনখননের কাজ শুরু হয়। কিন্তু উক্ত জায়গায় সাড়ে ১২ কি.মি জুড়ে ৫৬.২৪ হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমির অধিগ্রহণ না করে অপরিকল্পিত ভাবে খনন কাজ করা হয়। ফলে আমাদের কৃষি ও বাণিজ্যিক জমির ব্যাপক ক্ষতি সাধন হয়। আমরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর কাছে অধিগ্রহণের দাবী জানিয়ে আসছি। এতে কোনো সুরাহা না হওয়ায় মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি , যার নং ৭৬৯২/১৯। উক্ত পিটিশনের শুনানীতে উচ্চ আদালত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামকে ২ মাসের মধ্যে সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড সাড়ে ১২ কি.মি জুড়ে ৫৬.২৪ হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমির অধিগ্রহণ করার জন্য ২২৯.২০ কোটি টাকা সংশোধিত প্রকল্প বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ শাখায় প্রেরণ করেন। কিন্ত দু:খের বিষয়, অদ্য বধি আমাদের জমি অধিগ্রহণ করা কিংবা আমাদের ক্ষতিপুরণ দেয়ার ব্যাপারে কারো কোনো উদ্যোগ দেখতে পারছি না। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সুদৃষ্টি আকর্ষণ পুর্বক আমাদের ন্যায্য পাওনা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।