বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

উলিপুরে বানভাসিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ৪৩১ Time View
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২জুলাই) বিকেলে এসএসসি ২০১১ এবং এইচএসসি ২০১৩ এর শিক্ষার্থীদের অর্থায়নে কুড়িগ্রামের ইয়ুথ ভলান্টিয়ার ফোর্স (ইউভিএফ) এর সার্বিক সহযোগীতায় উপজেলার হাতিয়া ইউনিয়নের গুজিমারীর চর, হকেরে চর, বাবুর চর ও বাঁধ রাস্তায় বন্যা কবলিত অসহায় ও হতদরিদ্র ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়। খাদ্য সামগ্রী মধ্যে ছিল, চাল ৫ কেজি, আলু ৩ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, ডাল ৫০০ গ্রাম, লবন ৫০০ গ্রাম, পিয়াজ ৫০০ গ্রাম, গুড় ৫০০ গ্রাম, মুড়ি ৫০০ গ্রাম, চিড়া ৫০০ গ্রাম, বিশুদ্ধ পানি ২ লিটার,ওরস্যালাইন ৫ টা, নাপা টেবলেট ১ পাতা, মেট্রনিডাজল টেবলেট ১ পাতা ও পানি বিশুদ্ধকরণ টেবলেট। এ সময় উপস্থিত ছিলেন, গ্রুপ এডমিন তাইফুর রহমান, গ্রুপ মডারেটর বাইজিদ সুমন, মিলন শেখ, রাহিদুল ইসলাম রনি, আফসার জিসান, গিয়াস উদ্দিন, পলাশ, শাহ আহসান, আরিফ, মাহমুদ হাসান,আববার হোসাইন এবং কুড়িগ্রামের ইয়ুথ ভলান্টিয়ার ফোর্স (ইউভিএফ) এর আহসান হাবিব, এরশাদুল, তানভীরুল ইসলাম তিনু, মারুফ বিন মাহিন, নুর আলম সরকার, আবু তালেব, আরিফুল সোহান কবির, নুর হাসান প্রমুখ।

 


এই বিভাগের আরও খবর
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।