বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সবশেষ খবর :
উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো উলিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা কুড়িগ্রামে মৃত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা উলিপুরে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত তিন দশকের ধৈর্য ও শ্রদ্ধা: ছেঁড়া কোরআন বাঁধাই করে নতুন রূপ দেন সেকেন্দার আলী উলিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনন্সেন্ট্রেটর প্রদান কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেগে ওঠা চরে স্বপ্ন বুনছেন কৃষকরা

রৌমারিতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম: / ৩৪৮ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : বুধবার, ৫ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিশু। বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে ,রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু গুরুতর আহত হন। আহত ওই শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, আমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাপুরে দুই কন্যা শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।