শনিবার, ২১ জুন ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সবশেষ খবর :
ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ডিএমসিতে বৃক্ষরোপণ কর্মসূচি রাজারহাটে গাঁয়ে হলুদ না হতেই ট্রলির চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু পাচঁ বছরের ছেলে ফাহিম বাঁচতে চায়, চায় সহযোগীতা রাজারহাটে স্বপ্ন সপের ডিলারের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু উলিপুরে এনসিপির উলিপুর উপজেলা অফিস উদ্বোধন উলিপুরে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির কমিটি ঘোষণা উলিপুরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ কুড়িগ্রামের উলিপুরে এক সড়ক দুর্ঘনায় মৃত শিশুকে নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস উলিপুরে চিকিৎসা অবহেলায় শিশুর মৃত্যু, উত্তাল হাসপাতাল চত্ত্বর উলিপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক বি‌ডিআর (বি‌জি‌বি) সদস্যের মৃত্যু

অনলাইনের জুয়া আসক্তি: আধুনিক যুগের এক নব্য ব্যাধি

বিশেষ প্রতিবেদক: / ১৪১ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ৩১ মে, ২০২৫

বিশেষ প্রতিবেদন:

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে অনলাইনের মাধ্যমে জুয়া খেলা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই সুবিধা আমাদের জীবনে নতুন এক ভয়াবহ সমস্যা—অনলাইন জুয়ার আসক্তি—দিয়ে যাচ্ছে। সহজে অ্যাক্সেসযোগ্য ও দ্রুত লেনদেনের সুযোগ থাকা কারণে অনলাইনে জুয়ার প্রবণতা বেড়ে চলেছে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে মারাত্মক ক্ষতি সাধন করছে।

অনলাইন জুয়া আসক্তি মানসিক ও আর্থিক দুটো দিক থেকেই ক্ষতিকর। যারা এ আসক্তিতে পড়েন, তারা সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক লোকসান, পরিবারে দ্বন্দ্ব, কর্মজীবনে ব্যাঘাত এবং সামাজিক বিচ্ছিন্নতার সম্মুখীন হন। তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থী ও চাকরিজীবীরা অনলাইন জুয়ার জন্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করেন, অনলাইন জুয়ার আসক্তি প্রতিরোধে দরকার যথাযথ শিক্ষা, সচেতনতা ও আইনানুগ ব্যবস্থা। সরকার ও সামাজিক সংগঠনগুলোকে যৌথ উদ্যোগে কিশোর-কিশোরী থেকে শুরু করে সকল বয়সী মানুষকে এই বিপদের বিষয়ে সতর্ক করতে হবে। পরিবারকেও ভূমিকা রাখতে হবে, যাতে শিশুরা সঠিকভাবে সময় কাটাতে পারে এবং অনলাইন জুয়ার মাদক থেকে দূরে থাকে।

“অনলাইন জুয়ার আসক্তি একটি মানসিক রোগ হিসেবে বিবেচনা করতে হবে। এর জন্য চিকিৎসা ও মনোবিদ্যার সাহায্য প্রয়োজন।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও মাদকাসক্তির পাশাপাশি জুয়ার আসক্তিকে একটি গুরুতর মানসিক সমস্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা সামগ্রিক সুস্থতার জন্য হুমকি সৃষ্টি করে।

সচেতনতা, কঠোর নিয়ন্ত্রণ, এবং পরিবার ও শিক্ষাব্যবস্থার সক্রিয় সহযোগিতাই একমাত্র উপায় অনলাইন জুয়ার আসক্তির বিরুদ্ধে লড়াই করার। না হলে এটি হবে আমাদের সমাজের এক বড় সংকট।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।