শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সবশেষ খবর :
বুড়ি তিস্তা রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন উলিপুরে উলিপুরে বন্যাদুর্গত ১০০০ পরিবারে জাকাত ফাউন্ডেশনের খাদ্য সহায়তা আন্তর্জাতিক শ্রমিক দিবসে উলিপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগপ্রাপ্ত লং মার্চ টু ঢাকা ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উলিপুরে ১১ সদস্য বিশিষ্ট ক্ষেতমজুর সমিতির কমিটি গঠন গোপন অভিযানে কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার, জব্দ ৭ কেজি গাঁজা উলিপুরে নববর্ষের উৎসবে উদ্দীপনা ও ঐতিহ্যের মিলন ধানক্ষেতে বেগুনি চারায় আঁকা বাংলাদেশের মানচিত্র পাল তোলা নৌকা বাদে পুলিশের নতুন লোগো

সাংবাদিকতায় পুরস্কার পেলেন আল কাছির

প্রতিবেদকের নাম: / ১২১৮ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্যে পুরস্কৃত হলেন সাংবাদিক আল কাছির। তিনি পেয়েছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ড।

শুক্রবার (১৯ নভেম্বর) জমকালো আয়োজনে প্রদান করা হয়েছে ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, মঞ্চ নাটক, সাংবাদিকতায় ৫০ জনকে এই সম্মাননা দিয়েছে ট্রাব।

রাজধানীর ঢাকা ক্লাবে আল কাছিরের হাতে সম্মাননা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাংসদ অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সাংসদ ফাখরুল ইমাম প্রমূখ।

সম্মাননা গ্রহণ করে আল কাছির বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের গতি বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত, আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ট্রাব সংশ্লিষ্টদের ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার সমস্ত শিক্ষকদের এ সম্মাননা উৎসর্গ করলাম।’

ট্রাবের সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও উদযাপন কমিটির চেয়ারম্যান সৈয়দ দিদার বখত, মঞ্চসারথী আতাউর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, ট্রাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি হাসনাইন সাজ্জাদী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব দেওয়ান হাবিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজীবন সম্মাননা গ্রহণ করেন নঈম নিজাম, মুকিত জাকারিয়া বাবু, সাজ্জাদ মাহমুদ (মরণোত্তর)। এছাড়া আরও সম্মাননা গ্রহণ করেন জাহিদ হাসান, পরীমনি, অধরা খান, মেহজাবিন চৌধুরী, জোভান, তাসনিয়া ফারিন, রাজরিপা, শওকত আলী ইমন, আঁখি আলমগির প্রমুখ।

আল কাছির কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্ট্যাডিজে স্নাতকোত্তর করেছেন। ২০১৭ সালে দেশে ফিরে শুরু করেন বিনোদন সাংবাদিকতা। বিনোদন সাংবাদিক হিসেবে তিনি বেশ পরিচিত। বর্তমানে সময় টেলিভিশনের রিপোর্টার হিসেবে কর্মরত। এর আগে দৈনিক বাংলাদেশের খবর এবং নাগরিক টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।